যুদ্ধবিরতির জন্য পুতিনের বাণী
যুদ্ধবিরতির জন্য পুতিনের বাণী
টিভি শিয়া: বেলারুশের রাজধানী মিনস্কে ম্যারাথন বৈঠকের পর ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের জানিয়েছেন যে, পূর্ব ইউক্রেনে সরকারি সেনা ও রুশপন্থি গেরিলাদের মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। পুতিন জানান, পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে ভারী অস্ত্র সরিয়ে নিতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো রাজি হয়েছেন; ১৫ ফেব্রুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।
পুতিন যুদ্ধবিরতির ঘটনাকে ‘প্রধান বিষয়’ বলে উল্লেখ করেন এবং রুশপন্থি গেরিলাদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট অনীহা প্রকাশ করছেন বলে জানান। বৈঠক থেকে বেরিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সংঘাতপূর্ণ পূর্বাঞ্চল থেকে ১৪ দিনের মধ্যে ভারী অস্ত্র সরিয়ে নেয়া হবে। এদিকে, ফরাসি প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হওয়ায় সংঘাত বন্ধের বিষয়ে বড় ধরনের আশা তৈরি হয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন