মার্কিন জোট হচ্ছে একটি ছলনা স্বরূপ
মার্কিন জোট হচ্ছে একটি ছলনা স্বরূপ
টিভি শিয়া: সোমবার বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরাকের উপ-প্রধানমন্ত্রী সালেহ আল মুতলাক বলেন, আইএসআইএল নির্মূলে মার্কিন নেতৃত্বাধীন জোটকে আরো আন্তরিক হতে এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে। আইএসআইএলের হুমকি ও সক্ষমতার মোকাবেলায় কথিত আন্তর্জাতিক জোটের প্রস্তুতি যথেষ্ট নয় বলেও মুতলাক মন্তব্য করেন। ইরাকের উপ-প্রধানমন্ত্রী আরো বলেন, তার দেশের সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক নয় এবং ইরাকি সমাজকে বিভক্তির দিকে ঠেলে না দিয়ে বরং ঐক্যের বন্ধনে আবদ্ধ করে- এমন যেকোনো সহায়তাকে আমরা স্বাগত জানাব। এছাড়া, আইএসআইএলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরাকি সেনাবাহিনীর আরো উন্নত অস্ত্রের প্রয়োজন বলেও জানান। তিনি। সালেহ মুতলাকের মতে, ইরাকি সেনাবাহিনীর চেয়ে আইএসআইএলের কাছে বেশি উন্নত অস্ত্র আছে। কেননা আমেরিকা তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্যে করছে।
নতুন কমেন্ট যুক্ত করুন