পারমাণবিক চুক্তির সুযোগ তৈরি হয়েছে: ইরান
পারমাণবিক চুক্তির সুযোগ তৈরি হয়েছে: ইরান
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানোর মতো অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ।
আলোচনার জন্য নতুন করে সময় বাড়ানোর কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনা শেষে রবিবার এ কথা জানান জারিফ। জার্মানির মিউনিখ শহরে রবিবার কেরি ও জারিফের মধ্যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।
আগামী ৩১ মার্চ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছার শেষ সীমা। রবিবার দেড় ঘণ্টার আলোচনায় দুই দেশের প্রতিনিধিরা একটি রাজনৈতিক মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করেন। আলোচনার পর জারিফ বলেন, গত কয়েক মাসে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। এখন চূড়ান্ত চুক্তির একটি সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘সুযোগ সৃষ্টি হয়েছে। এখন আমাদের এ সুযোগকে কাজে লাগাতে হবে।’ আলোচনার সময় আর বাড়বে না বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, ইরানের বক্তব্য অনুযায়ী তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক কুর্মসূচি পরিচালনা করছে। আর পশ্চিমাদের অভিযোগ, দেশটি সামরিক উদ্দেশ্যে এ কর্মসূচি হাতে নিয়েছে। বিষয়টি নিয়ে অনেক আগে থেকেই ইরানের সঙ্গে বিশ্ব শক্তি তথা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানির মধ্যে আলোচনা চলছে।
নতুন কমেন্ট যুক্ত করুন