বিদেশীদের ক্ষেত্রে সিরিয়া সরকার তৎপর রয়েছে
বিদেশীদের ক্ষেত্রে সিরিয়া সরকার তৎপর রয়েছে
টিভি শিয়া: সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বিরোধী অভিযানের অজুহাতে দেশটিতে কোনো বিদেশি সেনা উপস্থিতি মানবে না দামেস্ক। দৃঢ়তার সঙ্গে আজ (সোমবার) একথা ঘোষণা করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম।
রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সম্প্রতি জর্দানের একজন পাইলট আইএসআইএলের হাতে নিহত হওয়ার পর ওই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে সিরিয়াকে সহযোগিতা করার জন্য আম্মানকে আহ্বান করা হয়েছিল। কিন্তু জর্দান সরকার সিরিয়ার সে আহ্বানে সাড়া দেয়নি।
বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেয়ি’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মুয়াল্লেম বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত সিরিয়া ও জর্দানের মধ্যে কোনো সমন্বয় হয়নি। এ ছাড়া, গণমাধ্যমে সিরিয়ায় বিদেশি সেনা মোতায়েনের যে জল্পনার কথা প্রকাশিত হয়েছে সে সম্পর্কে স্পষ্ট করে বলতে চাই, আইএসআইএল বিরোধী যুদ্ধের নামে আমরা কাউকে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করতে দেব না।” সন্ত্রাস বিরোধী যুদ্ধের দায়িত্ব সিরিয়ার সেনাবাহিনী পালন করছে বলে তিনি মন্তব্য করেন।
আইএসআইএলের প্রধান আবু বকর বাগদাদীসহ এ গোষ্ঠীর শত শত সন্ত্রাসী জর্দানের মাটিতে প্রশিক্ষণ নিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করার লক্ষ্যে এসব সন্ত্রাসীকে সিরিয়ায় ঢুকিয়ে দিয়েছিল আমেরিকার মিত্র দেশ জর্দান। কিন্তু গত সপ্তাহে এ জঙ্গি গোষ্ঠী জর্দানের একজন পাইলটকে আগুনে পুড়িয়ে হত্যা করার পর প্রতিশোধ নেয়ার হুমকি দেয় আম্মান। এ অবস্থায় জর্দানকে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেয়ার আহ্বান জানিয়েছিল সিরিয়া। কিন্তু মুয়াল্লেম জানান, সে আহ্বানে সাড়া দেয়নি জর্দান।
নতুন কমেন্ট যুক্ত করুন