ইরান প্রশিক্ষণ দিবে ইরাকিদেরকে
ইরান প্রশিক্ষণ দিবে ইরাকিদেরকে
টিভি শিয়া: ইরানের সেনাবাহিনীর আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ বা ডিএএফওওএস’এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন ওয়ালিবান্দ আজ (সোমবার) এ কথা জানিয়েছেন যে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’এর বিরুদ্ধে লড়াইরত ইরাকি সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়ার জন্য ইরান প্রস্তুত আছে।
তিনি বলেন, ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার পর্যাপ্ত প্রস্তুতি ইরান গ্রহণ করেছে। তিনি আরো বলেন, ইরাকি প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল-ওবাইদির সাম্প্রতিক তেহরান সফরের সময় এ বিষয়ে আলোচনা হয়েছে। জেনারেল ওয়ালিাবান্দ বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি সই করেছে এমন যে কোনো দেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য বিশেষজ্ঞ পাঠাতে পারে ইরানি সেনাবাহিনী। সব বন্ধুপ্রতীম দেশের সঙ্গে সহযোগিতা করতে ডিএএফওওএস প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
নতুন কমেন্ট যুক্ত করুন