বিপাকে পড়তে পারে আমেরিকা
বিপাকে পড়তে পারে আমেরিকা
টিভি শিয়া: সিবিএস টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রতিনিধি পরিষদের ‘হাউজ হোমল্যান্ড সিকিউরিটি কমিটি’-র চেয়ারম্যান ও রিপাবলিকান সিনেটর মাইকেল ম্যাককাউল বলেন সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র হয়ে ২০ হাজার বিদেশী ইরাক ও সিরিয়ায় যুদ্ধ করছে। এদের মধ্যে পাঁচ হাজার পাশ্চাত্যের দেশগুলোর নাগরিক এবং তারা সহজেই আমেরিকায় ঢুকে যেতে পারে।
মার্কিন সিনেটর মাইকেল ম্যাককাউল আরও বলেছেন, যে শত শত মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্যে যুদ্ধ করতে গিয়েছিল তাদের অনেকেই দেশে ফিরে এসেছে। তাদের ওপর নজরদারির দাবি জানিয়েছেন তিনি।
ম্যাককাউল বলেন, এসব সন্ত্রাসীকে প্রবেশপথের বাইরে রাখতে হবে এবং যারা দেশের ভেতরে ঢুকে গেছে তাদের ওপর নজরদারি করতে হবে। তিনি বলেন, "আমরা চাই না ফ্রান্সে যা ঘটেছে তা আমেরিকাতেও ঘটুক।
নতুন কমেন্ট যুক্ত করুন