ইউরোপ গৃহ যুদ্ধের সম্মুখিন
ইউরোপ গৃহ যুদ্ধের সম্মুখিন
টিভি শিয়া: জার্মানির দক্ষিণাঞ্চলে ৫১ তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গের সঙ্গে বৈঠকে বলেন পূর্ব ইউরোপে ন্যাটোর বিস্তার ও সামরিক উপস্থিতি জোরদার করায় সংঘাতের আশংকাকে উসকে দেয়া হয়েছে। এতে ইউরোপের নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপের পূর্বাঞ্চলের মিত্র দেশগুলোতে ন্যাটোর সামরিক উপস্থিতি জোরদার করায় এবং সামরিক উপস্থিতির বিস্তার ঘটানোর পাশাপাশি রুশ সীমান্তের কাছে সামরিক মহড়াও বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন ল্যাভরভ। তিনি বলেন, এতে সংঘর্ষ উসকে দেয়া হয়েছে এবং সমগ্র ইউরোপ ও আটলান্টিকের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
এ ছাড়া, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে কিয়েভের সামরিক অভিযানের প্রতি ন্যাটো মিত্রদের সমর্থনের কঠোর সমালোচনা করেন ল্যাভরভ। তিনি বলেন, এ ধরণের নীতির কারণে ইউক্রেনের অভ্যন্তরীণ গভীর সংকট শান্তিপূর্ণভাবে নিরসনের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন