বাগদাদে আত্মঘাতী হামলায় ৩৬ জন নিহত
বাগদাদে আত্মঘাতী হামলায় ৩৬ জন নিহত
বাগদাদে আত্মঘাতী পৃথক দুইটি বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। শনিবারের ওই হামলাগুলোয় আরো ৯৪ জন আহত হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা। রাজধানী বাগদাদ থেকে এক দশক ধরে চলা কারফিউ তুলে নেয়ার ঘোষণা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে আত্মঘাতী হামলায় এই হতাহতের ঘটনা ঘটল।
নাগরিকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অংশ হিসেবে ইরাক সরকার কারফিউ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী রবিবার মধ্যরাত থেকে পর্যায়ক্রমে বাগদাদের বিভিন্ন এলাকা থেকে কারফিউ তুলে নেয়া হবে।
প্রথম আত্মঘাতী বোমা হামলাটি হয় বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকার একটি রেস্তোরায়। সেখানেই ২৩ জন নিহত ও আরো ৪৯ জন আহত হয়েছে।
দ্বিতীয় হামলাটি হয় আল-শুরজা বাজার এলাকায়। সেখানে একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হলে ১৩ জন প্রাণ হারায়।
নতুন কমেন্ট যুক্ত করুন