'আল কায়েদার দাতা দের তালিকায় ছিল সৌদি রাজপরিবার

আল কায়েদাকে সৌদি রাজপরিবারের কয়েকজন সদস্য সহযোগিতা করেছিলেন বলে জঙ্গিসংগঠনটির কারাগারে আটক একজন সদস্য জানিয়েছেন।

'আল কায়েদার দাতা দের তালিকায় ছিল সৌদি রাজপরিবার'

আল কায়েদাকে সৌদি রাজপরিবারের কয়েকজন সদস্য সহযোগিতা করেছিলেন বলে জঙ্গিসংগঠনটির কারাগারে আটক একজন সদস্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স খবরে জানিয়েছে, নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে আজীবন কারাদণ্ডের শাস্তি পাওয়া জাকারিয়াস মোসাউয়ি টুইন টাওয়ার হামলায় নিহতদের আইনজীবীকে জানিয়েছেন সৌদি রাজপরিবারের সদস্যরা আল কায়েদাকে সহায়তা করেছেন। ৪৬ বছর বয়সী ফরাসি নাগরিক মোসাউয়ির এই স্বীকারোক্তি মঙ্গলবার ম্যানহাটনের ফেডারেল আদালতে দাখিল করেছেন ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের আইনজীবীরা। মামলায় আল কায়েদাকে বস্তুগত সহায়তা দেয়ার জন্য সৌদি রাজপরিবারকে দায়ী করেছেন তারা।
মোসাউয়ি বলেছেন,নব্বইয়ের দশকের শেষ দিকে আল কায়েদাকে সহায়তাকারীদের তালিকা বানানোর দায়িত্ব পালন করেছিলেন তিনি। সহায়তাকারীদের তালিকায় 'অত্যন্ত বিখ্যাত' সৌদি নাগরিক যেমন প্রাক্তন গোয়েন্দা প্রধান যুবরাজ তুর্কি আল-ফয়সাল আল-সৌদ ছিলেন। লাদেনের নির্দেশে ১৯৯০ দশকের শেষ দিকে সংগঠনটির দাতাদের তালিকা রাখার দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন মোসাউয়ি।
মোসাউয়ি জানিয়েছেন, ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের এক কর্মকর্তার সাথে আফগানিস্তানের কান্দাহারে তিনি সাক্ষাৎ করেছিলেন।
ওই সৌদি কর্মকর্তার সঙ্গে ওয়াশিংটন গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে 'স্টিংগার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য একটি উপযুক্ত' জায়গা বের করার কথা ছিল তার।
তবে ওয়াশিংটনের সৌদি দূতাবাস মোসাউয়ির বক্তব্য খারিজ করে দিয়ে বলেছে, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে মোসাউয়ি এসব অভিযোগ করছেন বলে তারা ধারণা করছেন।

নতুন কমেন্ট যুক্ত করুন