কারবালাতে হজরত আলী আকবর (আ.)
কারবালাতে হজরত আলী আকবর (আ.)
এস, এ, এ
হজরত আলী আকবর (আ.) হচ্ছেন ইমাম হুসাইন (আ.)’এর জৈষ্ঠ সন্তান। তার মাতার নাম লাইলা। কারবালায় হজরত আলী আকবর (আ.) উপস্থিত ছিলেন এবং এজিদি বাহিনীর বিরূদ্ধে জিহাদ করেন। কিন্তু তার বয়স সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করা হয়। নিন্মে তার কিছু দলিল উপস্থাপন করা হলোঃ
শেইখ মুফিদ তার আল ইরশাদ নামক গ্রন্থে বণনা করেছেন যে, কারবালাতে শাহাদতের সময় হজরত আলী আকবর (আ.)’এর বয়স ছিল ১৩ অথবা ১৯ বছর।(আল ইরশাদ ফি মারেফাতি হুজাজুল্লাহ আলাল ইবাদ, খন্ড ২, পৃষ্ঠা ১০৬)
তারিহি তার আাল মুনতাখাব নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে, আশুরার দিন হজরত আলী আকবর (আ.) এর বয়স ছিল ১৭ বছর বলে উল্লেখ করেছেন।(আল মুনতাখাব লিল তারিহি, পৃষ্ঠা ৪৪৩)
খাওয়ারাজমি কারবালাতে হজরত আলী আকবর (আ.) এর বয়স ১৮ বছর বলে উল্লেখ করেছেন। (মাকতালুল হুসাইন, খন্ড ২, পৃষ্ঠা ৩৪)
ইবনে শাহর আশুব তার নাসেখ আল তাওয়ারিখ নামক গ্রন্থে লিখেছেন যে, কারবালাতে হজরত আলী আকবর (আ.) এর বয়স ছিল ২৫ বছর। (নাসেখুত তাওয়ারিখ, খন্ড ৬, পৃষ্ঠা ৩৫৬)
কোন কোন রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে যে হজরত আলী আকবর (আ.) হজরত আলী (আ.) এর খেলাফতের পরে জন্মগ্রহণ করেন। কিন্তু আবুল ফারাজে ইসফাহানী’র বণনামতে হজরত আলী আকবর (আ.) হজরত উসমান’এর যুগে জন্মগ্রহণ করেন। উক্ত রেওয়ায়েতটি স্বয়ং হজরত আলী (আ.) এবং হজরত আয়েশা বণনা করেছেন। (মাকাতেলুত তালেবিন, পৃষ্ঠা ৫৩)
ইবনে ইদরিস লিখেছেন যে, তিনি হজরত আলী (আ.) থেকে বণনা করেছেন যে, হজরত আলী আকবর (আ.) এর হজরত উসমানের খেলাফতকালে জন্মগ্রহণ করেন। (আল সারায়ের, খন্ড ১, পৃষ্ঠা ৬৫৪)
কিন্তু গভীরভাবে গবেষণা করলে স্পষ্ট হবে যে, হজরত আলী আকবর (আ.) ১১ই শাবান ৩৩ হিজরীতে জন্মগ্রহণ করেন অথাৎ হজরত উসমানের হত্যাকান্ডের ২ বছর পূর্বে।(আলীইনিল আকবার, পৃষ্ঠা ১২)
আবার বলা হচ্ছে হজরত আলী আকবর (আ.) এর শাহাদতের সময় তার বয়স ছিল ২৭ বা ২৮ বছর। ঐতিহাসিকদের মতে হজরত আলী আকবর (আ.) ছিলেন ইমাম সাজ্জাদ (আ.)’এর চেয়ে বয়সে বড় ছিলেন সুতরাং কারবালায় শাহাদত বরণের সময় তার বয়স ছিল ২৮ বছর।
নতুন কমেন্ট যুক্ত করুন