ওবামার কাছে নেতানিয়াহুর অবস্থান
ওবামার কাছে নেতানিয়াহুর অবস্থান
টিভি শিয়া: মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনারের আমন্ত্রণ গ্রহণ করেছেন তখনই নেতানিয়াহুকে বন্ধু তালিকা থেকে বাদ দিয়েছেন বারাক ওবামা।
মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারের পেইজে ছিলেন নেতানিয়াহু এবং সেখান থেকে তিনি ঘটনাক্রমে ‘কমন ফ্রেন্ড’ বা ‘অভিন্ন বন্ধু’ তালিকায় কে কে আছেন তা দেখার চেষ্টা করেন। সেখানে নেতানিয়াহু দেখেন যে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবকে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ফ্যাবিয়াসসহ অনেকেই আছেন কিন্তু ওবামা নেই। তখন তিনি ওবামার পেইেজ যান এবং সেখানে দেখেন যে, ‘অ্যাড ফ্রেন্ড’ দেখা যাচ্ছে। তখন নেতানিয়াহু নিশ্চিত হন যে, বারাক ওবামা তাকে বন্ধু তালিকা থেকে বাদ দিয়েছেন।
আগে থেকেই নেতানিয়াহুর সঙ্গে ওবামার সম্পর্কের টানাপড়েন চলছিল; তবে জন বোয়েনার নেতানিয়াহুকে আগামী মার্চে আমেরিকা সফরের দাওয়াত দেয়ার পর তা এখন অনেক বেড়ে গেছে। আগামী মার্চ মাসে ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে নেতানিয়াহুকে কংগ্রেসে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন বোয়েনার। মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো রকমের আলোচনা ছাড়াই জন বোয়েনারের ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন নেতানিয়াহু। এ উদ্যোগকে ভালোভাবে নেয় নি ওবামা প্রশাসন।
নতুন কমেন্ট যুক্ত করুন