অশেষে মোবারকের দুই ছেলে মুক্তি পেল
অশেষে মোবারকের দুই ছেলে মুক্তি পেল
টিভি শিয়া: ২০১১ সালে গণআন্দোলনের মধ্য দিয়ে মিশরের স্বৈরশাসক হোসনি মুবারক ক্ষমতা থেকে উৎখাত হয়েছিলেন। সে গণআন্দোলনের চতুর্থ বার্ষিকী পূর্তির একদিন পরই কারাগার থেকে মুক্তি পেলেন তার দুই ছেলে গামাল এবং আলা ।
বিচার পূর্ববর্তী সময়ে সর্বোচ্চ ১৮ মাস আটক থাকার পরিপ্রেক্ষিতে তাদের মুক্তি দেয়া হয়েছে। অবশ্য আলা ও গামালকে শুক্রবার মুক্তি দেয়ার কথা এর আগের খবরে জানানো হয়েছিল।
চলতি মাসের গোড়ার দিকে মুবারকসহ তার দুই ছেলের বিরুদ্ধে দুর্নীতি মামলা আবার শুরুর নির্দেশ দেয় একটি আদালত। মুবারককে তিন বছর এবং তার দুই ছেলেকে চার বছর করে যে কারাদণ্ড আগে দেয়া হয়েছিল তাও আদালতের এ নির্দেশের মাধ্যমে নাকচ হয়ে যায়। মিশরের প্রেসিডেন্ট প্রাসাদের রক্ষণাবেক্ষণের তহবিল তছরুপ করে ব্যক্তিগত সম্পত্তি কেনার দায়ে তাদের বিরুদ্ধে এ দুর্নীতির মামলা চলছে।
নতুন কমেন্ট যুক্ত করুন