শিয়াদের প্রতি কি কটুক্তি করা জায়েজ?
শিয়াদের প্রতি কি কটুক্তি করা জায়েজ?
এস এ এ
সম্মানিত ভাই, আপনার প্রশ্নের উত্তরে আমি শুধুমাত্র দুটি রেওয়ায়েত উপস্থাপন করবো তাহলেই আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসুল (সা.) হজরত আলী (আ.) কে উদ্দেশ্যে করে বলেছন হে আলী! তোমার অনুসারী কেয়ামতের দিনে সত্য দাবীদার বলে প্রমাণিত হবে। যদি কেউ তাদেরকে অপমান করে তাহলে সে তোমাকে অপমান করল, আর যে তোমাকে অপমান করল সে আমাকে অপমান করল এবং যে আমকে অপমান করল আল্লাহ তাকে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে যা হচ্ছে সর্বনিকৃষ্ট স্থান।
হে আলী তুমি আমা হতে আমি তোমা হতে, তোমার আত্মা আমার আত্মা হতে, আমাকে যে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে তোমাকেও সেই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং তোমার অনুসারীদেরকে আমাদের অবশিষ্ট মাটি থেকে সুষ্টি করা হয়েছে। সুতরাং যারা তাদেরকে ভালবাসবে তারা আমাদেরকে ভালবাসবে আর যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে তারা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে আর যারা তাদেরকে মোহাব্বাত করবে তারা আমাদেরকে মোহাব্বাত করবে। (তরজুমা: বাশারাতুল মোস্তাফা লেশিয়াতিল মোর্তাযা, পৃষ্ঠা ৫৫-৫৬)
নতুন কমেন্ট যুক্ত করুন