বিশ্বের দুই শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে
বিশ্বের দুই শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে
টিভি শিয়া: ইরানের রাজধানী তেহরান সফরে সোমবার রুশ প্রতিরক্ষমন্ত্রী জেনারেল সের্গেই শোইগুর সফরে আসার কথা রয়েছে। আর ইরান এবং রাশিয়া প্রতিরক্ষা সমঝোতা স্মারক তার এ সফরের সময় সই করার কথা রয়েছে এবং ইরানের পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল হোসেইন দেকান এবং জেনারেল শোইগুর সই করবেন। তেহরান সফরের সময়ে দ্বিপাক্ষিক বিষয়সহ আন্তর্জাতিক বিষয়ে নিয়ে আলাপ করবেন জেনারেল শোইগু।
ইরান ও রাশিয়া বিশেষ করে প্রতিরক্ষাসহ খাতসহ নানা খাতে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন