ইসরাইলের প্রতি সুইডেনের ক্ষোভ
ইসরাইলের প্রতি সুইডেনের ক্ষোভ
টিভি শিয়া: সুইডেনের জনপ্রিয় দৈনিক ‘ডাগেনস নাইহেটর’-কে দেয়া সাক্ষাৎকারে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম বলেছেন: ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সুইডেনের স্বীকৃতির ব্যাপারে ইসরাইলের সার্বিক প্রতিক্রিয়া অপ্রত্যাশিত নয়। তবে তাদের সর্বশেষ মন্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন,তাদের সাম্প্রতিক বাগাড়ম্বরপূর্ণ উক্তি সকল সীমা লঙ্ঘন করেছে।
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল সফর করতে চাইলেও তাকে বাধা দেয়া হতো বলে সম্প্রতি ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়্যেল মন্তব্য করেছেন। ইসরাইলের সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এভিগদর লিবারম্যান সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া দখলদার ইসরাইল ও সুইডেনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে মারগট ওয়ালস্ট্রম ইসরাইলে তার পূর্ব-নির্ধারিত সফর বাতিল করেন। তিনি আরো বলেন, ইসরাইল শুধু আমাদের জন্যই বিরক্তির কারণ সৃষ্টি করছে না বরং আমেরিকাসহ অন্যদের জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন