শার্লি এবদো
শার্লি এবদো
টিভি শিয়া: ‘শার্লি এবদো’র সাম্প্রতিক সংখ্যায় মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদ (সা.)কে অবমাননা করে কার্টুন ছাপানোর তীব্র নিন্দা জানিয়ে বিপজ্জনক অবমাননার ঘটনার কঠোর নিন্দা করছে হিজবুল্লাহ। ফরাসি সাপ্তাহিকটি যা করেছে তাতে বিশ্বের দেড়শ’ কোটির বেশি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আবারো আঘাত হানা হয়েছে। একই সঙ্গে বিশ্বের একত্ববাদী ধর্মগুলোকে অবমাননা করা হয়েছে। হিজবুল্লাহ বলেছে, এ ন্যক্কারজনক তৎপরতার মাধ্যমে সরাসরি উগ্রবাদ, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে সমর্থন করা হচ্ছে।
নতুন কমেন্ট যুক্ত করুন