অচিরেই বাধবে রাশিয়া আমেরিকার যুদ্ধ
অচিরেই বাধবে রাশিয়া আমেরিকার যুদ্ধ
টিভি শিয়া: রাশিয়া নতুন করে ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে খবর বের হওয়ার পর আমেরিকা পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে; আর সেখান থেকেই এই সন্দেহ দেখা দিয়েছে। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে, সাবেক দুই পরাশক্তির এসব হুমকি-ধমকিতে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ যুগের অবসান হতে চলেছে এবং দুই দেশের মধ্যে আবার মারাত্মক পরমাণু প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসছে। এরইমধ্যে আমেরিকা ও রাশিয়া পাল্টাপাল্টি পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে খবর বের হয়েছে।
কিছুদিন আগে মার্কিন সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, রাশিয়া দূর পাল্লার বোমারু বিমান তৈরি করছে যা আর্কটিক সাগর থেকে ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগর পর্যন্ত নিয়মিত টহল মিশন চালাতে পারবে। ন্যাটোও একই ধরনের খবর দিয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা অভিযোগ করছে যে, মধ্য পাল্লার পরমাণু শক্তি চুক্তি এবং ইউরোপে প্রচলিত অস্ত্র বিষয়ক চুক্তি লঙ্ঘন করছে মস্কো। এছাড়া, রাশিয়া নতুন করে ইউরোপে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিয়েছে। তবে আমেরিকার এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
নতুন কমেন্ট যুক্ত করুন