অ্যাসাঞ্জের ক্ষেত্রে ব্যায় ১ কোটি ৩৮ লাখ ডলার!

অ্যাসাঞ্জের ক্ষেত্রে ব্যায় ১ কোটি ৩৮ লাখ ডলার!

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান, মোতা, মোতা বিবাহ, সেগা করা,দায়েশ, তাকফিরি, তালেবান, ওহাবী, আইএসআইএল,গাজা, ফিলিস্তিন, ইসরাইল, শিশু হত্যা, কুদস দিবস, জুমআতুল বিদা, কুদস,সাদক্বা, দান খয়রাত, ফেতরা, জাকাত, সাদকা, ভিক্ষা,  শবে বরাত, লাইলাতুল বরাত, দায়েশ, জঙ্গি,  দামেস্ক, ইসরাইল,

টিভি শিয়া: লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় গ্রহণের পর থেকে অ্যাসাঞ্জের ওপর নজর রাখছে ব্রিটিশ সরকার। অনুসদ্ধানী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ওপর নজর রাখতে ব্রিটিশ সরকারের ব্যয় হয়েছে ৯০ লাখ পাউন্ড স্টারলিং বা এক কোটি ৩৮ লাখ ডলার। ২০১২ সালের জুন থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত এ ব্যয় হয়েছে। প্রতিদিনই এ ব্যয়ে বাড়ছে এবং এ কাজে ব্রিটিশ সরকারের দৈনিক প্রায় ১১ হাজার পাউন্ড স্টারলিং বা ১৬ হাজার ৮শ ৬০ডলার ব্যয় করতে হচ্ছে।
কথিত ধর্ষণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনে ফেরৎ পাঠানোর চেষ্টা করা হলে গ্রেফতার এড়াতে ২০১২ সালের জুন মাসে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। সে থেকে লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাসের ওপর লন্ডনের তিন পুলিশ কর্মকর্তা ২৪ ঘণ্টা নজর রাখছেন। অ্যাসাঞ্জ কোনোভাবে দূতাবাসের বাইরে আসলে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেই তাকে গ্রেফতার করা হবে।
লন্ডন এসেম্বলির পুলিশ এবং অপরাধ বিষয়ক কমিটির উপ প্রধান জেনি জোন্স এ ব্যাপক অর্থ ব্যয়ের ওপর মন্তব্য করতে যেয়ে বলেন, দূতাবাসে আশ্রয়গ্রহণকারী এক ব্যক্তির ওপর নজর রাখার ব্যয় হতবাক করে দেয়ার পর্যায়ে পৌঁছেছে।
অবশ্য, ইকুয়েডর কর্তৃপক্ষ এর আগে বলেছে, যতদিন খুশি দূতাবাসের নিরাপদ আশ্রয় থাকতে পারবেন অ্যাসাঞ্জ। ফলে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের নজরদারির খরচ দিনে দিনে বাড়তে থাকবে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন