নিউ ইয়র্কে জলছে বিক্ষোভের আগুন
নিউ ইয়র্কে জলছে বিক্ষোভের আগুন
টিভি শিয়া: ফারগুসনে মার্কিন পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ তরুন মাইকেল ব্রাউন এবং স্টেলেন আইল্যান্ডে এরিক গার্নার নিহত হওয়ার পর থেকেই নিউইয়র্ক শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। কৃষ্ণাঙ্গদের ওপর মার্কিন পুলিশের হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।
সম্প্রতি মিসৌরির এক গ্রান্ড জুরি যুক্তরাষ্ট্রের ফারগুসন শহরে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে দায়মুক্তি দিয়েছে। এর ফলে আমেরিকার মিসৌরিসহ বিভিন্ন শহরেও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পুলিশের পাশাপাশি গণমাধ্যমেরও সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা।
হত্যা সম্পর্কে পুলিশের পক্ষ নেয়ায় এবং বিভ্রান্তিকর খবর প্রচার করায় গত শুক্রবার নিউইয়র্ক পোষ্ট এবং ফক্স টেলিভিশনের বিরুদ্ধে বিক্ষোভাকারীদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
নতুন কমেন্ট যুক্ত করুন