সিরিয় বাহিনীর জালে এবার তাকফিরি সন্ত্রাসীরা
সিরিয় বাহিনীর জালে এবার তাকফিরি সন্ত্রাসীরা
টিভি শিয়া: ইদলিবের গ্রাম্য এলাকা ফোয়াতে তাকফিরিদের ঘাটিগুলোর বিরুদ্ধে অভিযানে সেনাবাহিনীকে সহায়তা করেছে ন্যাশনাল ডিফেন্স ফোর্সেস। বিনিশে সন্ত্রাসীদের শক্তিশালী ঘাটির কাছেই এ সব ঘাটির অবস্থান। অভিযানে অনেক সন্ত্রাসী হতাহত হয়েছে এবং একটি ভবন ধ্বংস করে দেয়া হয়েছে। সন্ত্রাসীরা এ ভবনকে তাদের সদর দফতর হিসেবে ব্যবহার করতো।
এদিকে, ইদলিবের আন-নাওয়ার আবাসিক এলাকার বিরুদ্ধে কয়েকদফা মর্টার হামলা করলেও এতে কেউ হতাহত হয় নি।
বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে গত কয়েকমাস ধরে ধারাবাহিক বিজয় অর্জন করে চলেছে সিরিয়ার সেনাবাহিনী। তাকফিরি গোষ্ঠীগুলো সিরিয় বাহিনীর অগ্রাভিযানের মুখে ব্যাপক ক্ষয়-ক্ষতির মুখে পড়েছে ।
নতুন কমেন্ট যুক্ত করুন