স্বার্থে আঘাত হানলে ইসরাইল শত্রু মিত্র কাউকে চিনে না
স্বার্থে আঘাত হানলে ইসরাইল শত্রু মিত্র কাউকে চিনে না
টিভি শিয়া: মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংযোগ বিভাগের পরিচালক জেফারসন রাথকে জানান, গতকাল (শুক্রবার) পশ্চিম তীরের তারমাস অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। ইহুদিবাদী ইসরাইলিরা মার্কিন কন্স্যুলারের গাড়ির ওপর পাথর ছুঁড়েছে বলে জানানো হয়েছে।
ইসরাইল এ ঘটনার মারাত্মক পরিণতি স্বীকার করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে জানান রাথকে। হামলার ঘটনায় ওয়াশিংটন খুবই উদ্বিগ্ন বলেও তিনি জানিয়েছেন।
এর আগে, উগ্রবাদী ইহুদিরা ফিলিস্তিনিদের অন্তত ৫,০০০ জলপাই গাছ ধ্বংস করে। এ ঘটনার সত্যতা সরেজমিনে দেখার জন্য পশ্চিমতীরের মার্কিন কন্স্যুলার গাড়ি নিয়ে ওই এলাকা পরিদর্শনে যান। যাওয়ার পথেই তারা হামলার শিকার হন এবং পরিদর্শন কর্মসূচি বাতিল করেন। ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ কর্মসূচির বিরুদ্ধে আমেরিকা তীব্র নিন্দা জানানোর পর এ হামলার ঘটনা ঘটলো।
আমেরিকা যতই ইসরাইলের বন্ধু হোক না কেন কিন্তু ইসরাইলের কোন স্বার্থে আঘাত হানলে তারা শত্রু মিত্র কাউকে চিনে না। আর তারই প্রমাণ পেল মার্কিন কন্স্যুলার।
নতুন কমেন্ট যুক্ত করুন