ইসরাইলী সেনারা ভুগছে হতাশায়!

টিভি শিয়া: ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী গতকাল এক পরিসংখ্যান প্রকাশ করেছে এবং এতে দেখা গেছে, ২০১৩ সালে তেল আবিবের ৭ সেনা আত্মহত্যা করলেও ২০১৪ সালে আত্মহত্যাকারী ইহুদিবাদী সেনা সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১৫’তে ঠেকেছে।

ইসরাইলী সেনারা ভুগছে হতাশায়!

টিভি শিয়া: ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী গতকাল এক পরিসংখ্যান প্রকাশ করেছে এবং এতে দেখা গেছে, ২০১৩ সালে তেল আবিবের ৭ সেনা আত্মহত্যা করলেও ২০১৪ সালে আত্মহত্যাকারী ইহুদিবাদী সেনা সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১৫’তে ঠেকেছে।

এ ছাড়া, গত বছর সেনাবাহিনীতে থাকার সময় ১০৫ সেনা প্রাণ হারিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে। এ পরিসংখ্যানে বলা হয়েছে, এর মধ্যে ৭০ জন সামরিক তৎপরতা চালানোর সময় মারা গেছে। গাজায় যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ৬৩ সেনা নিহত হওয়ার কথা এতে স্বীকার করা হয়।

আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ায় ইসরাইলি বাহিনীতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং এ জাতীয় ঘটনা ঠেকানোর জন্য তড়িঘড়ি নানা পদক্ষেপ গ্রহণ করছে। তবে গাজা যুদ্ধে ভয়ংকর ধ্বংসলীলা এবং যুদ্ধের পরিণতি নিয়ে চরম হতাশায় ইসরাইলি সেনাদেরকে গভীর হতাশায় ঠেলে দিয়েছে।

এত সুযোগ সুবিধা থাকার পরেও কেন ইসরাইলী সেনারা আত্মহত্যা করছে তার কারণ তারাও অতিষ্ঠ হয়ে পড়েছে বিশ্ব অশান্তি থেকে। অর্থাৎ ইসরাইলও পারছে না তাদের জবরদখলকৃত দেশে শান্তিতে জীবন যাপন করতে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন