আইএসআইএল হারালো দুলুইয়া শহর
আইএসআইএল হারালো দুলুইয়া শহর
টিভি শিয়া: বদর স্বেচ্ছাসেবী বাহিনীর কমান্ডার করিম আন-নুরি আজ (মঙ্গলবার) বলেছেন, সেনাবাহিনী রাজধানী বাগদাদ থেকে ৭০ কিলোমিটার উত্তরে তাইগ্রিস নদীর তীরে অবস্থিত দুলুইয়া শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে গত রোববার থেকে শুরু হওয়া অভিযানে আইএসআইএল’র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
করিম আন-নুরি আরো বলেছেন, পুনরুদ্ধারের পর শহরটি থেকে বিপুল সংখ্যক আইএসআইএল সন্ত্রাসী পালিয়ে গেছে। দখলে নেয়ার পর সেনাবাহিনী শহরটির বিভিন্ন গোপন আস্তানায় তল্লাশি অভিযান শুরু করেছে।
নতুন কমেন্ট যুক্ত করুন