আমেরিকা কি ইউক্রেনের বন্ধু?
আমেরিকা কি ইউক্রেনের বন্ধু?
টিভি শিয়া: রুশ বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুমার প্রতিরক্ষা বিষয়ক কমিটির সদস্য ফ্রাঙ্কস ক্লিন্টসেভিচ ইউক্রেনকে মার্কিন অস্ত্র দেয়ার পরিণতিকে অত্যন্ত বিপদজনক অভিহিত করে বলেছেন, এর ফলে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে সহিংসতা তীব্রতর হবে। আমেরিকা যদি ইউক্রেনকে অস্ত্র দেয়া অব্যাহত রাখে তাহলে রাশিয়াও এর পাল্টা জবাব দেবে।
রুশ সংসদের এই কর্মকর্তা ইউক্রেনকে অস্ত্র দেয়ার ভয়াবহ পরিণতির বিষয়টি চিন্তা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহবান জানিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আমেরিকা যদি অস্ত্র দেয়া বন্ধ না করে তাহলে রুশ সংসদ দুমাও ইউক্রেনের দোনেতস্ক ও লুহানস্ক শহরে বিদ্রোহীদের অস্ত্র দেয়ার জন্য পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহবান জানাবে।
আমেরিকা গত সপ্তাহে আফগানিস্তানে দখলদারিত্বের অবসান ঘটিয়ে তাদের অস্ত্রের একটি বড় অংশ আফগানিস্তান থেকে ইউক্রেনে স্থানান্তরের কথা জানিয়েছে। রাশিয়া ইউক্রেনের ব্যাপারে মার্কিন নীতির সমালোচনা করে বলেছে, সেদেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মার্কিন দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ইউক্রেনের ঘটনায় আমেরিকার দ্বিমুখী নীতি প্রমাণিত হয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন