আবারও জঙ্গিদের অস্ত্র দিল আমেরিকা
আবারও জঙ্গিদের অস্ত্র দিল আমেরিকা
টিভি শিয়া: ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় সেনাবাহিনী যখন একের পর এক সাফল্য পাচ্ছে তখনি মার্কিন বাহিনীর হেলিকপ্টার থেকে অস্ত্র ফেলার এ ঘটনা ঘটলো।
স্থানীয় স্বেচ্ছাসেবী যোদ্ধারা এ তথ্য জানিয়েছেন। তারা বলেছেন- সালাউদ্দিন প্রদেশের ইয়াথরিব ও বালাদ জেলায় অস্ত্রভর্তি বাক্স ফেলেছে মার্কিন সেনারা।
এর আগে গত অক্টোবরে সিরিয়ার সীমান্তবর্তী কুবানিতে আইএসআইএল নিয়ন্ত্রিত এলাকায় অস্ত্র ফেলেছিল মার্কিন সেনারা। পরে আইএসআইএল ওই অস্ত্র দিয়ে কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালায়। আমেরিকা সে সময় অস্ত্র ফেলার কথা স্বীকার করে বলেছিল- কুর্দি যোদ্ধাদের জন্য অস্ত্রগুলো ফেলা হয়েছিল, কিন্তু তা আইএসআইএলের নিয়ন্ত্রণে চলে গেছে।
সিরিয়া ও ইরাকে আইএসআইএলের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো। যদিও তাদের অভিযান নিয়ে শুরু থেকেই সন্দেহ ছিল। কারণ আইএসআইএল সৃষ্টিতে আমেরিকাই মূল ভূমিকা পালন করেছে বলে পাশ্চাত্যের বিভিন্ন সূত্রেই দাবি করা হয়েছে।
আমেরিকার এহেন কাজের পরেও সৌদি আরব মুসলমানদের অর্থ দিয়ে আমেরিকার দাশত্ব করে যাচ্ছে।
নতুন কমেন্ট যুক্ত করুন