জঙ্গলের বানরের অনৈতিক কর্মকান্ড!
জঙ্গলের বানরের অনৈতিক কর্মকান্ড!
টিভি শিয়া: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের কাল্পনিক হত্যাকাণ্ড নিয়ে তৈরি বিতর্কিত “ইন্টারভিউ” সিনেমাটি মুক্তি দেয়ার জন্য আমেরিকার বিরুদ্ধে মারাত্মক আঘাত হানা হবে এবং এ আঘাত থেকে রক্ষা পাওয়ার কোনো পথ থাকবে না বলেও আজ হুশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়ার শক্তিশালী ন্যাশনাল ডিফেন্স কমিশন বা এনডিসি এবং একই সঙ্গে দেশটিতে চলতি সপ্তাহে ইন্টারনেটে বিপর্যয়ের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে।
এনডিসি’র নীতি সংক্রান্ত বিভাগের মুখপাত্র বলেন, গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলের বানরের মতই ভাবনা চিন্তা না করে কাজ-কর্ম করেন ওবামা। উত্তর কোরিয়ার বারবার হুশিয়ারি সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলদর্পী বিতর্কিত আচরণ অব্যাহত রাখে তবে ওয়াশিংটনের মনে রাখা উচিত যে তা হলে তাদের ওপর এমন হামলা হবে যে যা থেকে তারা পালানোর পথ পাবে না বলে জানান এ মুখপাত্র।
এ ছাড়া, ইন্টারভিউ তৈরির সঙ্গে জড়িত জাপানের ইলেকট্রনিক কোম্পানি সনিতে সাইবার হামলা চালনোর জন্য উত্তর কোরিয়াকে কোনো আলামত ছাড়াই জড়িত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অবশ্য কোনো কোনো সাইবার বিশেষজ্ঞও মনে করেন, সনির বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছে ওই কোম্পানির সঙ্গে জড়িত কেউ। এ হামলায় উত্তর কোরিয়া জড়িত ছিল না।
তারপরেও আমেরিকা কিছুতেই পিছু পা হচ্ছে না বরং বীপরিতে তার অনৈতিক কর্মকান্ড বেড়েই চলেছে। আর তার জন্য ভূক্তভুগি হচ্ছে সারা বিশ্ব।
নতুন কমেন্ট যুক্ত করুন