হুসাইন (আ.) এর চল্লিশার অনুষ্ঠানে ওহাবীদের ষড়যন্ত্র
হুসাইন (আ.) এর চল্লিশার অনুষ্ঠানে ওহাবীদের ষড়যন্ত্র
টিভি শিয়া: ইমাম হোসেইন (আ.) এর শাহাদাতের পর চল্লিশতম দিন বা আরবাঈন উপলক্ষে ইরানের অভ্যন্তরে বিভিন্ন শোক অনুষ্ঠানে আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে বড় সন্ত্রাসী গ্রুপের এসব নেতা ইরানে ঢোকার চেষ্টা করছিল। ইরানের দক্ষিণাঞ্চলীয় খোরাসান প্রদেশের ফেরদৌস শহরের কাছ থেকে তাদেরকে আটক করা হয় বলে মন্ত্রী জানিয়েছেন।
গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে সরকার ইরানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও জানান মন্ত্রী সাইয়্যেদ মাহমুদ আলাভি।
তিনি বলেন, “আমাদের এ অঞ্চলে যে অনিরাপত্তার মহাসাগর তৈরি হয়েছে তার মাঝে ইরানের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ধরে রাখার জন্য পুলিশ ও সেনাবাহিনীর কিছু অফিসারের সহায়তায় গোয়েন্দা বিভাগ রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। ইরানের নিরাপত্তা পরিস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
ইরাকের ন্যায় ইরানকেও রণক্ষেত্র বানাতে চায় জঙ্গিরা। কিন্তু বিভিন্ন চেষ্টা করেও তারা পেরে উঠছে না। কেননা ইরানের মধ্যে শক্তিশালী ওহাবী গোষ্ঠি নেই যারা তাদেরকে সাহায্যে করবে।
নতুন কমেন্ট যুক্ত করুন