দায়েশকে বিষাক্ত সীরান গ্যাসবাহি ক্ষেপনাস্ত্র দান করেছে সৌদি আরব
দায়েশকে বিষাক্ত সীরান গ্যাসবাহি ক্ষেপনাস্ত্র দান করেছে সৌদি আরব
টিভি শিয়া: বিবিসির সংবাদদাতা তার ফেসবুকে লিখেছে যে, সম্প্রতি দায়েশ জঙ্গি দলটি বিষাক্ত সীরান গ্যাসবাহি ক্ষেপনাস্ত্র কিনেছে। উক্ত ক্ষেপণাস্ত্রটি দশ বর্গ কিলোমিটার জুড়ে ক্ষতি সাধন করতে পারে। উক্ত ক্ষেপণাস্ত্রগুলো ইউরোপে বরবাসরত সৌদি দালালেরা ফ্রন্সের কাছ থেকে কিনেছে এবং তা ভূমধ্যসাগরীয় রাস্তা দিয়ে প্রথমে শামে এবং পরে ইরাকে নিয়ে আসে। উক্ত ক্ষেপনাস্ত্রের বিষাক্ত গ্যাস থেকেরক্ষা পাওয়ার জন্য ফ্রান্ম থেকে এক বিশেষ পোষাকও পাঠানো হয়েছে। উক্ত ক্ষেপণাস্ত্রগুলোকে মসুলের উত্তরের বাওয়িযা এবং বারতালা নামক এলাকায় সংস্থাপন করা হয়েছে। যার লক্ষ্যবস্তু হচ্ছে মসুলের উত্তরাংশ এবং শিয়া অধূষিত আরদাবিল শহর। দায়েশ সৌদি আরব এবং আমেরিকার মধ্যে একটি গোপন আলোচনা হয় সেখানে সিদ্ধান্ত নেয়া হয় যে, ইরাককে বাআসীদের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু তারা উক্ত আলোচনার বিষয়টিকে নিজের দলের সদস্যদের কাছে প্রকাশ না করে একটি মোক্ষম সুযোগের অপেক্ষায় আছে যেন তারা তাদের মূল লক্ষ্যতে পৌছাতে পারে। দায়েশের উক্ত কার্যক্রম দেখে মনে হয় যে তারা শিয়া মুসলমানদের উপরে ব্যাপক আকারে হামলা করতে চায় যেন ইরাকি শিয়া মুসলমানর তাদের স্বদেশে ত্যাগ করে চলে যায়।
নতুন কমেন্ট যুক্ত করুন