ইরাকে ইমাম হুসাইন (আ.) এর চেহেলুম+ ছবি
ইরাকে ইমাম হুসাইন (আ.) এর চেহেলুম+ ছবি
টিভি শিয়া: প্রত্যেকটি ধর্মের বিশেষ অনুষ্ঠান থাকে অনুরূপভাবে মুসলমানদের নেতা ইমাম হুসাইন (আ.) এর শাহাদতকে কেন্দ্র করে প্রত্যেক বছর ইরাকের কারবালাতে মুসলমানরা পায়ে হেটে ইমাম হুসাইন (আ.) এর রওজাতে পৌছায়। অন্যান্য বছরের তুলনায় এবার কারবালায় ছিল মুসলমানদের নজির বিহিন ভিড়। নিন্মে কারবালার কিছু রেকর্ড তুলে ধরা হলো:
১- বিশ্বের মহাসমাবেশের মধ্যে অন্যতম। উক্ত সমাবেশে ৬০টি দেশ থেকে প্রায় ২০ মিলিয়ন মুসলমান একত্রিত হয়।
২- বিশ্বের দীর্ঘতম পদযাত্রা, ৪০০ মাইল।
৩- বিশ্বের দীর্ঘতম দস্তরখান।
৪- বিশ্বের দীর্ঘতম জামাতের নামাজ।
৫- স্বেচ্ছায় জন খেদমত যেমনঃ বিশ্রামাগার, টেলিফোন, নিরাপত্তা ব্যাবস্থা, খাদ্য ব্যাবস্থা ইত্যাদি)
৬- বিভিন্ন ধর্ম এবং মাযহাবের লোকজন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে যেমনঃ শিয়া, সুন্নী, খৃষ্টান, ইয়াহুদী, জারতুশতি এবং বৌদ্ধ।
নিন্মে কারবালার যাত্রিদের কিছু ছবি দেয়া হলঃ
همچنین این اداره تمهیدات لازم برای انتقال بیمارانی که امکان درمان سرپائی ایشان وجود ندارد، اندیشیده است.
নতুন কমেন্ট যুক্ত করুন