মিশরে আবারও ছাত্র বিক্ষোভ
মিশরে আবারও ছাত্র বিক্ষোভ
টিভি শিয়া: মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে মাঝেমধ্যেই বিক্ষোভ হচ্ছে। বিশেষকরে আল-আজহার ও কায়রো বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের তীব্রতা সব সময় বেশি ছিল। আন্দোলনে অংশগ্রহণের দায়ে অনেক ব্যক্তিকে সামরিক আদালতে বিচার করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
এর সূত্র ধরে মিশরের ‘বানি সুয়েফ’ শহরে সরকার-বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে দেশটির পুলিশ বাহিনী। এ সময় অন্তত দুই ছাত্র আহত হয়েছে। পুলিশ অন্তত সাত ছাত্রকে আটক করেছে। ইখওয়ানুল মুসলিমিনের সমর্থক ছাত্ররা এ বিক্ষোভের আয়োজন করে।
তাদের দাবি- বিনা অপরাধে দেশজুড়ে অসংখ্য ছাত্রকে আটক করা হয়েছে। তাদের মুক্তি চেয়েছে বিক্ষোভকারীরা। ‘বানি সুয়েফ’ শহরের বিশ্ববিদ্যালয়-ক্যাম্পাসে ছাত্ররা সমবেত হওয়ার পর পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।
নতুন কমেন্ট যুক্ত করুন