তদন্তের ফাদেঁ এবার টনি ব্লেয়ার ও জ্যাক স্ট্র
তদন্তের ফাদেঁ এবার টনি ব্লেয়ার ও জ্যাক স্ট্র
টিভি শিয়া: সিআইএ’র সদস্যরা যে সন্দেহভাজন আল-কায়েদা ও তালেবান বন্দিদের ওপর বর্বর নির্যাতন চালিয়েছে তাতে ব্রিটিশ সরকার জড়িত ছিল কিনা সে বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ম্যালকম রিফকাইন্ড বলেছেন, তিনি সব ধরনের ভয়-ভীতি ও পক্ষপাতিত্বের উর্ধ্বে উঠে জিজ্ঞাসাবাদ করবেন। এতে যদি ব্রিটিশ নিরাপত্তা বাহিনী, মন্ত্রী কিংবা সংসদ বিব্রত হয় তাতেওে তিনি পিছপা হবেন না। ম্যালকম হলেন রক্ষণশীল দলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী।
নতুন কমেন্ট যুক্ত করুন