যুক্তরাষ্ট্রে বৈষম্যমূলক রায়, গ্রেপ্তার ৮৩
যুক্তরাষ্ট্রে বৈষম্যমূলক রায়, গ্রেপ্তার ৮৩
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত ১৭ই জুলাই ৪৩ বছর বয়সী নিরস্ত্র কৃষ্ণাঙ্গ এরিক গার্নারকে গ্রেপ্তারের পর শ্বাসরোধে হত্যার মামলায় যে রায় দিয়েছেন নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি, তাতে তীব্র ক্ষোভ দানা বেঁধে উঠেছে। ওই রায়ে শ্বেতাঙ্গ পুলিশ ড্যানিয়েল প্যান্টালিওর বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত নেয়া হয়। বৈষম্যমূলক এ রায়ের পরপরই টাইমস স্কয়ারে সমবেত হয়ে হাজার হাজার কৃষ্ণাঙ্গ প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। নিউ ইয়র্ক শহরের পুলিশ কমিশনার উইলিয়াম ব্র্যাটন জানান, গতকাল রাতে ৮৩ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় কেউ আহত হননি, ধ্বংসাত্মক বা বড় ধরনের সহিংসতার কোন ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। গার্নার শ্বাসকষ্টের রোগী ছিলেন। পুলিশের কয়েক সদস্য যখন গার্নারকে গ্রেপ্তারের জন্য মাটিতে ফেলে চেপে ধরেন, তখন পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল প্যান্টালিও গার্নারের গলায় হাত দিয়ে পেঁচিয়ে ধরেন। এ সময় গার্নার চিৎকার করে মিনতি করলেও, তা কানে তোলেননি ড্যানিয়েল এবং শেষ পর্যন্ত দম আটকেই মৃত্যু হয় শ্বাসকষ্টের রোগী গার্নারের। স্ট্যাটেন আইল্যান্ডে অবৈধভাবে সিগারেট বিক্রির দায়ে এরিক গার্নারকে আটক করেছিল পুলিশ। ড্যানিয়েল প্যান্টালিও দাবি করছেন, গার্নার বাধা দেয়ায় ওই পদক্ষেপ নিতে বাধ্য হন তিনি। কিন্তু, ময়না তদন্তের প্রতিবেদনে এ ঘটনাকে হত্যাকা- বলে উল্লেখ করা হয়। এরপরই মামলাটি চলে যায় গ্র্যান্ড জুরির অধীনে। প্রেসিডেন্ট বারাক ওবামা আগে এক বিবৃতিতে বলেছেন, এ ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে বিদ্যমান সমস্যার দিকেই নির্দেশ করছে। এদিকে ওই ঘটনায় নাগরিক অধিকার লঙ্ঘন হয়েছিল কিনা, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয়ভাবে তদন্তের সিদ্ধান্ত দিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার। তদন্ত শেষে নিউ ইয়র্ক শহরের পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) প্যান্টালিওর কর্মকা- খতিয়ে দেখতে অভ্যন্তরীণভাবে একটি তদন্ত পরিচালনা করবে বলে জানা গেছে। এদিকে এ ঘটনার মাত্র কয়েকদিন আগে মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনের গ্র্যান্ড জুরি একই ধরনের রায় দেন। নিরস্ত্র কৃষ্ণাঙ্গ মাইকেল ব্রাউনকে (১৮) গুলি করে হত্যার ঘটনায় শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের বিচার না করার রায় দেয়া হয়। এতে ফার্গুসনে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।
নতুন কমেন্ট যুক্ত করুন