!আবার আফগানিস্তানে গোপন সফর

টিভি শিয়া: চলতি মাসের শেষ নাগাদ যখন আফগানিস্তান থেকে বেশিরভাগ মার্কিন সেনার চলে যাওয়ার কথা রয়েছে তখন এ গোপন সফরে গেলেন হ্যাগেল।

আবার আফগানিস্তানে গোপন সফর!

টিভি শিয়া: চলতি মাসের শেষ নাগাদ যখন আফগানিস্তান থেকে বেশিরভাগ মার্কিন সেনার চলে যাওয়ার কথা রয়েছে তখন এ গোপন সফরে গেলেন হ্যাগেল।

কাবুলে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেছেন, আফগান নিরাপত্তা বাহিনী দেশটির নিরাপত্তা রক্ষার দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, সব দিক দিয়ে আফগানিস্তানের জনগণ ১৩ বছর আগের তুলনায় ভালো আছে। চাক হ্যাগেল এমন সময় এ দাবি করলেন যখন ১৩ বছর আগের চেয়ে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অনেক বেশি শোচনীয়। যখন তখন খোদ রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় নিরীহ মানুষের রক্ত ঝরছে। সেইসঙ্গে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনারা ড্রোন হামলা চালিয়ে অগণিত নারী-পুরুষ ও শিশুকে হত্যা করছে।

ইঙ্গো-মার্কিন বাহিনীর তালেবান সরকারের পতন ঘটিয়ে আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠার অজুহাতে ২০০১ সালে দেশটি দখল করে নেয়। বিদেশি সেনারা দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হয়।

নতুন কমেন্ট যুক্ত করুন