যেভাবে নারী সদস্য সংগ্রহ করে আইএস

যেভাবে নারী সদস্য সংগ্রহ করে আইএস

পশ্চিমের মুসলিম তরুণরা ইসলামিক স্টেটের (আইএস) হয়ে যুদ্ধ করার জন্য নাম লেখাচ্ছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে এখন মুসলিম মেয়েরাও। তারা ইসলামিক স্টেট যোদ্ধাদের বিয়ে করে তাদের স্ত্রী হিসেবে লড়াই করতে চায়। এ প্রবণতা হঠাৎ করে শুরু হয়েছে। আর এরই মধ্যে কয়েক হাজার পশ্চিমা তরুণ-তরুণী ইরাক ও সিরিয়ায় আইএসের যোদ্ধাদের সঙ্গে যোগ দিয়েছে।

 

 

গত সপ্তাহেই সংঘটিত এ রকম দুটি ঘটনার কথা জানিয়েছে পুলিশ। সিরিয়ায় যেতে আগ্রহী দু'জন নারীকে ব্রিটিশ পুলিশ উত্তর লন্ডন থেকে আটক করেছে। তাদের একজনের বয়স ২৫। অন্যজনের এখনও বিশ পেরোয়নি। তাদের সন্ত্রাস-সম্পর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। ওদিকে ডেনভার প্রদেশের সোমালীয় বংশোদ্ভূত দুই বোনকে আটক করে পুলিশ। একই সঙ্গে আটক করা হয় তাদের বন্ধু এক সুদানি তরুণীকেও।

 

তারা সবাই সিরিয়ায় যেতে চেয়েছিল। পশ্চিমের যেসব দেশ থেকে বেশিরভাগ নারী আইএসে যোগ দেওয়ার জন্য দেশ ছাড়ছে, সেগুলো হলো ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, বেলজিয়াম ও স্পেন। ইসলামিক স্টেটও অবশ্য কয়েক মাস ধরে নারীদের তাদের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে আসছিল। এ কাজে তারা বিভিন্ন বই-পুস্তক প্রকাশনা, সেগুলো প্রচারের কার্যক্রম চালু করেছিল। এ ছাড়া তারা অনলাইন ফোরাম গঠন করে নারীদের জিহাদের প্রতি আকৃষ্ট করার জোর চেষ্টা চালাচ্ছে। অনলাইনের মাধ্যমেই নারী সদস্য সংগ্রহ করছে আইএস।

নতুন কমেন্ট যুক্ত করুন