ইসরাইলের জন্য জাহান্নাম
ইসরাইলের জন্য জাহান্নাম
অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীর অচিরেই ইহুদিবাদী ইসরাইলের জন্য জাহান্নামে পরিণত হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসির সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের সব ফিলিস্তিনি মিলে অধিকৃত গোটা ভূখ-কে ইসরাইলের জন্য নরকে পরিণত করবে। জেনারেল সালামি রোববার তেহরানে এক অনুষ্ঠানে আরো বলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন পশ্চিম তীরে ও গাজা উপত্যকার সন্তানরা হাতে হাত মিলিয়ে পশ্চিম তীরকে ইসরাইলের জন্য চরম নিরাপত্তাহীন করে তুলবে। ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের মোকাবিলায় ইসরাইলের প্রতি মার্কিন সমর্থনকে অকার্যকর হিসেবে উল্লেখ করে আইআরজিসির এ কমান্ডার বলেন, মার্কি যুক্তরাষ্ট্র কখনোই ইসরাইলের নিরাপত্তা দিতে পারবে না। কারণ, লেবাননের হিজবুল্লাহ এবং গাজা উপত্যকার হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে ইসরাইল। আইআরআইবি, ওয়েবসাইট।
নতুন কমেন্ট যুক্ত করুন