কাতার ও সৌদি আরব সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে বাধাগ্রস্ত করছে

কাতার ও সৌদি আরব সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে বাধাগ্রস্ত করছে

সিরিয়ার কর্মকর্তারা অভিযোগ করেছেন, কাতার ও সৌদি আরব দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে চলমান সংঘর্ষ বন্ধের জন্য জাতিসংঘের উদ্যোগ ব্যর্থ করে দেয়ার চেষ্টা চালাচ্ছে।

 

আলেপ্পোতে সিরিয়ার জাতীয় শান্তি প্রতিষ্ঠা বিষয়ক মন্ত্রীর প্রতিনিধি ফাদি আহমাদ ইসমাইল ইরানের ফার্স বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, কাতার ও সৌদি আরবের সমর্থনপুষ্ট সন্ত্রাসীরা আলেপ্পো শহরে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন ডে মিস্তোরাকে সহযোগিতা করছে না। তিনি বলেন, এ দু’টি দেশ তাদের অনুগত সন্ত্রাসীদেরকে দিয়ে জাতিসংঘের শান্তি পরিকল্পনা বানচাল করার চেষ্টা করছে।

 

সিরিয়ার এ কর্মকর্তা উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় শান্তি প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেছেন, আলেপ্পোর উপকণ্ঠে অবস্থিত শিয়া অধ্যুষিত দুটি শহরে সন্ত্রাসীদের অব্যাহত হামলা থেকে বোঝা যায়, তাদের সমর্থক আরব দেশগুলো জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

 

এদিকে, শিয়া অধ্যুষিত সিরিয়ার ওই দুটি শহরের জনগণ গতরাতে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলা প্রতিহত করতে সক্ষম হয় এবং তারা সন্ত্রাসীদের কয়েকটি ঘাঁটি দখল করে নিয়েছে যেখান থেকে সন্ত্রাসীরা আশপাশের শহরগুলোতে হামলা চালাতো। জাতিসংঘের সিরিয়া বিষয়ক প্রতিনিধি গত মাসে আলেপ্পো শহরে যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাব উত্থাপন করেছিলেন যাতে সেখানকার ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া যায়।

নতুন কমেন্ট যুক্ত করুন