তুরস্কই আইএসআইএল’র প্রধান পৃষ্ঠপোষক: মার্কিন বিশ্লেষক
তুরস্কই আইএসআইএল’র প্রধান পৃষ্ঠপোষক: মার্কিন বিশ্লেষক
তুরস্ক হচ্ছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র প্রধান সমর্থক ও অংশীদার। ইরানের প্রেস টিভিকে দেয়া সক্ষাৎকারে এ কথা বলেছেন মার্কিন বিশ্লেষক ও এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স রিভিউ পত্রিকার সিনিয়র সম্পাদক জেফরি স্টেইনবার্গ।
তিনি বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদেরকে লড়াইয়ে দীর্ঘদিন ধরে মদদ দেয়ার ইতিহাস রয়েছে তুরস্কের। মার্কিন বিশ্লেষক জোর দিয়ে বলেন, ইরাক ও সিরিয়ায় ঢোকার জন্য এখনো তুরস্কের কয়েকটি সীমান্ত ক্রসিং পয়েন্টকে আইএসআইএল সন্ত্রাসীরা প্রধান রুট হিসেবে ব্যবহার করছে।
স্টেইনবার্গ বলেন, দিন দিন এ প্রমাণ জোরালো হচ্ছে যে, আমেরিকা ও তুরস্কের ঘনিষ্ঠ সহযোগিতায় তেল, গ্যাস, কৃষিপণ্য ও অন্যান্য বাণিজ্যিক দ্রব্যসামগ্রী সিরিয়ায় আনা-নেয়া করছে। তুরস্কের ফড়িয়াদের মাধ্যমে সিরিয়ার আইএসআইএল সন্ত্রাসীরা আঙ্কারার কাছে শতকরা ৪০ ভাগ কম দামে তেল বিক্রি করছে বলেও তথ্য দেন এই বিশ্লেষক।
নতুন কমেন্ট যুক্ত করুন