ইসরাইলের বিরূদ্ধে ফিলিস্তিনের হুশিয়ারী
ইসরাইলের বিরূদ্ধে ফিলিস্তিনের হুশিয়ারী
টিভি শিয়া: মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠকে মাহমুদ আব্বাস বলেন, ইসরাইল সরকার বর্ণবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করায় এবং অধিকৃত ফিলিস্তিনি এলাকায় অবৈধ বসতি স্থাপন অব্যাহত রাখায় ইসরাইলের সঙ্গে কোনো গঠনমূলক আলোচনায় যাওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন: ফিলিস্তিনি জনগণ কখনো ইসরাইলকে ‘ইহুদি-রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেবে না।
তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিনি ভূমি দখলে নিয়ে নতুন নতুন বসতি স্থাপন করছে। তাদের আচরণে আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আমাদের পক্ষে এসব আর সহ্য করা সম্ভব হচ্ছে না।
মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদারিত্বের অবসানে একটি নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিতে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শিগগিরই প্রস্তাব পাঠাব।
নতুন কমেন্ট যুক্ত করুন