মিসরের ইসলামপন্থীরা নতুন করে আন্দোলন শুরু করতে যাচ্ছে
মিসরের ইসলামপন্থীরা নতুন করে আন্দোলন শুরু করতে যাচ্ছে
মিসরের ইসলামúন্থীরা নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে। গত বৃহস্পতিবার তারা তাদের নতুন কর্মসূচি ঘোষণা করে। এর আগের দিন মিসরের একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির পক্ষে মিছিল করার দায়ে ৭৮ জন শিশু-কিশোরকে পাঁচ বছরের কারাদ- দিয়েছে। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মুরসিকে প্রেসিডেন্টের দায়িত্ব ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিল ১৩ থেকে ১৭ বছর বয়সি এই ৭৮ জন শিশু। ২০১৩ সালের জুলাই মাসে মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর তার পক্ষে বিক্ষোভকারী ইসলামপন্থিদের ওপর শক্ত হাতে দমন অভিযান চালায় সেনাবাহিনী। এতে হাজার হাজার মানুষ নিহত হয় এবং আরো বহু মানুষকে আটক করা হয়। সেইসঙ্গে মুরসির রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ করে সেনা-সমর্থিত সরকার।
এখনো মিসরের কারাগারগুলোতে মুরসির সমর্থক ১৫ হাজার মানুষবন্দি রয়েছে। এছাড়া, গত মার্চে এক গণবিচারে ৫২৮ জনকে মৃত্যুদ- দেয় কায়রোর একটি আদলত। গত বুধবার কায়রোর আদালতের ওই রায়ে বলা হয়েছে, দ-প্রাপ্ত শিশু-কিশোররা সড়কে ব্যারিকেড সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করেছিল। তবে দ-প্রাপ্তদের আইনজীবী আইমান এল-দাবি বলেছেন, এসব শিশু-কিশোরের অনেকেই বিক্ষোভে অংশ নেয়নি বরং কৌতুহলবশত বিক্ষোভ দেখতে রাস্তায় নেমেছিল। মিসরের সরকারী সংবাদ সংস্থা বলছে, সাম্প্রতিক সংঘর্ষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আড়াইশ জন ব্রাদারহুড সমর্থকের বিষয়ে সরকার তদন্ত করছে। ওয়েবসাইট।
নতুন কমেন্ট যুক্ত করুন