২৫ তালেবান জঙ্গিকে হত্যা করলেন আফগান মা
২৫ তালেবান জঙ্গিকে হত্যা করলেন আফগান মা
ছেলে হত্যার প্রতিশোধ নিতে এক আফগান মা দেশটির পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ২৫ তালেবান জঙ্গিকে হত্যা করেছেন। রেজা গুল নামে ওই মহিলার ছেলেকে তালেবান জঙ্গিরা ফারাহ প্রদেশের একটি গ্রামে হত্যা করে। তার ছেলে ওই গ্রামে মোতায়েন পুলিশ বাহিনীর একটি ছোট দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। সংবাদসূত্র : এক্সপ্রেস টিবিউন, আইআরআইবি, ডন
সম্প্রতি এক বন্দুকযুদ্ধে ওই নারী এসব তালেবানকে হত্যা করেন। বন্দুকযুদ্ধে ওই আফগান মাকে সহযোগিতা করেন তার এক মেয়ে ও নিহত ছেলের স্ত্রী।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিকি বলেন, ওই আফগান মহিলার বন্দুকযুদ্ধ তালেবান জঙ্গিদের বিরুদ্ধে বিপ্লবের প্রতীক এবং এ ঘটনা প্রমাণ করছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঘরে ঘরে তীব্র প্রতিরোধ গড়ে উঠছে। এ ঘটনায় তালেবানের পক্ষ থেকে অবশ্য কোনো বক্তব্য আসেনি।
প্রসঙ্গত, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় এই ফারাহ প্রদেশ সে দেশের সবচেয়ে অস্থিতিশীল এবং নিরাপত্তাহীন অঞ্চল হিসেবে পরিচিত। তালেবান জঙ্গিরা প্রায়ই প্রদেশটির বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়ে আসছে। এ ছাড়া পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপরও নিয়মিত হামলা চালিয়ে আসছে। তেমনই এক হামলায় নিহত হন রেজা গুল নামে ওই আফগান নারীর ছেলে।
নতুন কমেন্ট যুক্ত করুন