ইরানকে পদানত করতে ব্যর্থ হয়েছে পাশ্চাত্য: সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা একজোট হয়ে ইরানকে পদানত করতে চেয়েছিল, কিন্তু এ কাজে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে।
ধর্মীয় নগরী কোমে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী আলেম ও চিন্তাবিদরা আজ (মঙ্গলবার) তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, “পরমাণু ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও উপনিবেশবাদী ইউরোপীয় দেশগুলো সংঘবদ্ধভাবে ইসলামি প্রজাতন্ত্রকে পদানত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। কিন্তু তারা সফল হয়নি এবং ভবিষ্যতেও সফল হবে না।”
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানির সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে গতকাল ভিয়েনায় ইরানের পরমাণু আলোচনা শেষ হয়। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সৃষ্ট সংকট নিরসনের লক্ষ্যে গত এক বছরেরও বেশি সময় ধরে এ আলোচনা চলছে। সোমবার দু’পক্ষ এ আলোচনা আরো সাত মাসের জন্য বাড়াতে সম্মত হয়। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইরান মার্কিন নেতৃত্বাধীন ছয় জাতিগোষ্ঠীর অন্যায় আবদার মেনে না নেয়ার কারণে আলোচনার মেয়াদ বাড়াতে হয়েছে।
মুসলিম চিন্তাবিদদের সমাবেশ ইরানের সর্বোচ্চ নেতা মধ্যপ্রাচ্যে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল সম্পর্কেও কথা বলেন। তিনি জানান, তাকফিরিরা বলদর্পী শক্তিগুলোর ভাড়াটে বাহিনী হিসেবে কাজ করছে। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট আইএসআইএলের বিরুদ্ধে কথিত যে যুদ্ধের কথা বলছে তা ‘ডাহা মিথ্যা’। ওয়াশিংটন আসলে এই উগ্র জঙ্গি গোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে চায়। কিন্তু তা আমেরিকার পক্ষে সম্ভব হবে না।
ভাষণের অন্য অংশে সর্বোচ্চ নেতা নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি তার দেশের পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, স্বাধীকার আদায়ের জন্য পশ্চিম তীরের ফিলিস্তিনিদেরও গাজাবাসীর মতো সশস্ত্র সংগ্রাম শুরু করতে হবে।
নতুন কমেন্ট যুক্ত করুন