যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক দাঙ্গা লুটতরাজ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক দাঙ্গা লুটতরাজ

 যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে একজন কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যার দায় থেকে একজন শ্বেতাঙ্গ পুলিশকে আদালত অব্যাহতি দেয়ার পর একে কেন্দ্র করে ফারগুসন শহরে রাতভর দাঙ্গা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, বিক্ষোভকারীরা পুলিশের ওপরও গুলি করেছে। শহরের উপকণ্ঠে বহু গাড়ি ও ভবনে আগুন দেয়া হয়েছে, দোকানপাট লুট করা হয়েছে। বিক্ষোভ হয়েছে আমেরিকার অন্যান্য শহরেও। গত আগস্ট মাসে ফারগুসনের সেন্ট লুইস উপশহরে মাইকেল ব্রাউন নামের ওই কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হন।
আদালতের জুরিরা বলছেন, তারা ড্যারেন উইলসন নামের ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনছেন না কারণ তিনি আত্মরক্ষার্থে গুলি করেছিলেন বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে। নিহত তরুণটির পরিবার এবং প্রেসিডেন্ট বারাক ওবামাও এ সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ফার্গুসনে প্রায় রাতভর চলেছে বিক্ষুব্ধ মানুষের সাথে পুলিশের খ-যুদ্ধ।
সহিংস বিক্ষোভ দমনে, দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস এবং মরিচের গুঁড়া ব্যবহার করে। সেন্ট লুইসের পুলিশ প্রধান ড্যারেন উইলসন বলছেন, অগাস্টে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন মারা গিয়েছিল, তখনকার চেয়ে গত সোমবার রাতের দাঙ্গা ছিল আরো ভয়ঙ্কর। মাইকেল ব্রাউনকে হত্যার ঘটনা ছিল ৬ আগস্ট। ড্যারেন উইলসন নামে শ্বেতাঙ্গ এক পুলিশের গুলিতে সে মারা যায়। আত্মরক্ষার্থে পুলিশকে গুলি করতে হয়েছিল, এই ব্যাখ্যা মানতে নারাজ শহরের অধিকাংশ কৃষ্ণাঙ্গ বাসিন্দা। তারা এটাকে বর্ণবাদী হত্যা হিসাবে দেখে এবং ঐ পুলিশ কর্মকর্তার বিচার দাবি করে। দাবির মুখে, সাধারণ মানুষের মধ্য থেকে ১২ জনকে নিয়ে, যাদের মধ্যে তিনজন কৃষ্ণাঙ্গ, একটি জুরি বোর্ড গঠন করা হয়। কয়েক সপ্তাহ ধরে সাক্ষ্য-প্রমাণ দেখে গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে জুরি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয় যে, পুলিশ কর্মকর্তার কোনো অপরাধ তারা দেখতে পাননি।
নিহত মাইকেল ব্রাউনের পরিবার এবং ফার্গুসনের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন জুরিদের রায় শোনার জন্য। সন্ধ্যার পরপরই যখন তা জানা গেল, তারা ক্ষোভে ফেটে পড়েন।
আদালতের রায়ের পর যাতে কোনো বিক্ষোভ-ভাঙচুর কিংবা লুটপাট না করা হয় সে জন্য আগেই ব্রাউনের পরিবার এবং প্রেসিডেন্ট ওবামা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আদালতের রায়ের পর তাদের সে আহ্বান বৃথায় পর্যবসিত হয়েছে। গত আগস্ট মাসে ব্রাউনকে গুলি করে হত্যার পর আমেরিকার বিভিন্ন শহরে সংঘর্ষ-সহিংসতা হয় এবং পুলিশি তৎপরতার কৌশল ও বর্ণবাদ নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়।
সে মামলার রায়ে গত সোমবার সেন্ট লুইস কাউন্টির সরকারি কৌঁসুলি রবার্ট ম্যাককুলাস জানান, পুলিশ অফিসার ড্যারেন উইলসনকে অভিযুক্ত করার মতো কোনো কারণ খুঁজে পাননি বিচারক। ম্যাককুলাসের এ ঘোষণা শোনার পর ব্রাউনের মা উচ্চস্বরে কেঁদে ফেলেন এবং রায়ের বিরুদ্ধে সেøাগান দেন।
মুহূর্তেই লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং রাস্তায় নেমে ঘর-বাড়ি, দোকানপাট ও বিভিন্ন গাড়িতে হামলা চালায়। এর মধ্যে পুলিশের অন্তত একটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া, স্থানীয় পুলিশ বিভাগের কাছে গুলির শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারগ্যাস ও মরিচগুঁড়ো স্প্রে করতে হয়েছে।

নতুন কমেন্ট যুক্ত করুন