ইয়েমেনের কৌশলগত শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আনসারুল্লাহ
সংগ্রাম ডেস্ক : ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কৌশলগত শহর রাদ্দার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আল কায়েদা সন্ত্রাসীদের হটিয়ে দিয়ে শহরটির নিয়ন্ত্রণ গ্রহণ করে তারা। মিত্র গোষ্ঠীগুলোর সমর্থনে রাদ্দা শহরটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে আনসারুল্লাহ যোদ্ধারা। আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষস্থানীয় সদস্য আলি কাহুম এ খবর দিয়েছেন।
আনসারুল্লাহ বলেছে, সন্ত্রাস, বিধ্বস্ত, শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইয়েমেনের সেনাবাহিনী সক্ষম হলে তাদের যোদ্ধারা শহরটি থেকে সরে যাওয়ার জন্য তৈরি রয়েছে। ২০১২ সালে আল কায়েদার সন্ত্রাসীরা এ শহরটির নিয়ন্ত্রণ দখল করেছিল। এদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি দেশটির নিরাপত্তা পুনরুদ্ধারে হুথি নামেও পরিচিত আনসারুল্লাহ যোদ্ধাদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।
নতুন কমেন্ট যুক্ত করুন