বাগদাদে ১৯ জন দায়েশি জঙ্গিকে আটক করা হয়েছে
বাগদাদে ১৯ জন দায়েশি জঙ্গিকে আটক করা হয়েছে
টিভি শিয়া: কারবালার প্রাদেশিক তথ্য অফিস এবং সন্ত্রাস মোকাবেলা এর কার্যালযয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে, ১৯ জন দায়েশি জঙ্গিকে বাগদাদের দক্ষিণ মাহমুদিয়ে এবং ইউসুফিয়ে –এর আশেপাশের এলাকা থেকে আটক করা হয়েছে।
উক্ত আটককৃত জঙ্গিরা স্বীকার করে যে তারা ইউসুফি নামক এলাকায় বিভিন্ন জঙ্গি কর্মকান্ডের সাথে জড়িত ছিল।
জঙ্গিদের গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণে যুদ্ধ অস্ত্রিউদ্ধার করা হয়েছে। আটককৃত জঙ্গিদের মধ্যে একজনকে নারীদের পোষাক পরিধান অবস্থায় আটক করা হয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন