জঙ্গির সঙ্গে মেয়ের বিয়ে না দেয়ায় সপরিবারে খুন

জঙ্গির সঙ্গে মেয়ের বিয়ে না দেয়ায় সপরিবারে খুন

জেহাদির সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ায় এক ইরাকি পরিবারের ৫ সদস্যকে নৃশংসভাবে খুন করল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস)৷ ইরাকের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এ তথ্য জানালেও ঘটনাটি কোথায় ঘটেছে সে সম্পর্কেও কিছু বলা হয়নি৷
সোমবার ইরাকের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, আইএস জঙ্গি জামাল সাদ্দাম ওরফে আবু আব্দুল্লাহর এক ১৪ বছরের কিশোরীকে বিয়ে করতে চেয়ে ছিল৷ কিন্তু ওই কিশোরীর পরিবার বিয়েতে রাজি হয়নি৷ এরপরই আইএস জঙ্গিরা একে একে ওই কিশোরীর বাবা, মা এবং তিন ভাই-বোনকে নৃশংসভাবে খুন করে৷
জানা গিয়েছে, সবাইকে খুন করার পর ওই মেয়েটিকে তুলে নিয়ে যায় জঙ্গিরা৷ তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি৷ ঘটনাটি কোথায় ঘটেছে সে সম্পর্কেও বিবৃতিতে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি৷

নতুন কমেন্ট যুক্ত করুন