দায়েশ ইযাদির ৭০০০ নারীদের সাথে কি করেছে?
দায়েশ ইযাদির ৭০০০ নারীদের সাথে কি করেছে?
টিভি শিয়া: ১৫ বছর বয়সি এক মেয়ে জঙ্গিদের হাত থেকে পালিয়ে রক্ষা পাবার পরে তাদের অমানবিক কর্মকান্ড সম্পর্কে অনেক অজানা তথ্য দেয়।
সুমারিয়া নিউজের বর্ণনামতে ইরাকের ইযাদি এলাকার হাজার হাজার যুবতি ও মেয়েদেরকে আক্টোবর মাসের প্রথম দিকে জঙ্গি দলের সদস্যরা ইরাকের উত্তরাঞ্চল থেকে অপহরণ করে। উক্ত ১৫ বছর বয়সি মেয়েটি তাদের মধ্যে একজন যে তাদের মধ্যে থেকে পালাতে সক্ষম হয়।
নিউয়র্ক টাইমস এর বর্ণনামতে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত মেয়েটি যাকে দায়েশের সদস্যরা অপহরণ করে নিয়ে যায়। তারা মেয়েটির আত্মীয়দের কাছে জোর করে অর্থ দিয়ে তাকে নিয়ে যায় এবং তার সাথে জোরপূর্বক বিবাহ করে এবং তাকে এভাবে হাত বদল করে করতে থাকে।
আরো বলা হয় যে দায়েশ দলটি কোনভাবে নারীদেরকে আটক করতে পারলে ৫ জন নারীকে দায়েশ হুকুমতের দাসী হিসেবে রাখে এবং অবশিষ্ট বন্দি নারীদেরকে জঙ্গিদের মাঝে বন্টন করে দেয়া হয়।
নতুন কমেন্ট যুক্ত করুন