শ্বেতাঙ্গ এক বিধবাকে “ইউক্রেনে” হত্যা করা হয়
শ্বেতাঙ্গ এক বিধবাকে “ইউক্রেনে” হত্যা করা হয়
টিভি শিয়া: রাশিয়ার এক বার্তা সংস্থা খবরে উল্লেখ করেছে যে, দায়েশ দলের এক মারাত্মক মহীলা সদস্য ইউক্রেনে মারা যায়।
“সামান্তা লাভতাভায়া” যে শ্বেতাঙ্গ বিধবা বলে পরিচিত তাকে ইউক্রেনে হত্যা করা হয়।
ভয়েজ অফ রাশিয়া নামক এক খবর সংস্থাটি নুরুসিয়া বার্তা সংস্থার বরাত দিয়ে উল্লেখ করে যে, সামান্তা জন প্রতিরক্ষা বাহিনীর এক গুলিতে মারা যায়। সে ছিল একজন সন্ত্রাসী বিধবা যে ২০০৫ সালে একটি মেট্রো রেলগাড়িকে বোমার মাধ্যমে উড়িয়ে দেয়। ব্রিটিশ নিরাপত্তা বাহিনী বলে যে সামান্তা তার বিচারের ভয়ে দক্ষিণ আফ্রিকায় পলায়ন করে এবং সেখানে জঙ্গি দল “আল সাবাব”-এর দলের সাথে যোগ দেয়।
সম্প্র্রতি সে আফ্রিকা থেকে ইউক্রেনে আসে। ইংলিশ নিরাপত্তা সেবা বাহিনীরা তার সম্পকে খবর পায়। তখন ইউক্রেন সরকার ঘোষণা করে যে যদি কেউ উক্ত নারীকে হত্যা করতে পারে তাহলে তাকে ১ মিলিয়ন ডলার পুরষ্কার দান করা হবে।
লাভতাভায়া-এর জন্ম হচ্ছে উত্তর আয়ারল্যান্ডে “যাকে শ্বোতাঙ্গ বিধবা” বলে ডাকা হতো।
বিভিন্ন প্রতিবেদন সমূহে উল্লেখ করা হয়েছে যে, উক্ত নারী ইংলিশদের কাছ থেকে অর্থ নিয়ে দক্ষিন আফ্রিকা, পাকিস্তান, সোমালিয়ায় আল কায়েদার কর্মকান্ড পরিচালনার জন্য অর্থ যোগাতো এবং নারীদেরকে সে প্রশিক্ষণ দিত।
নতুন কমেন্ট যুক্ত করুন