দায়েশ জঙ্গিরা পলায়ণ করলো বিজি শহর থেকে
দায়েশ জঙ্গিরা পলায়ণ করলো বিজি শহর থেকে
টিভি শিয়া: ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রোজ শুক্রবারে এক বার্তায় জানায় যে, বিজি এলাকাটি সম্পূর্ণভাবে জঙ্গি দল দায়েশের হাত থেকে মুক্ত হয়ে গেছে।
ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বিজি এখন সম্পূর্ণভাবে মুক্ত এবং ইরাকি সৈন্যরা উক্ত শহরে দায়েশ দলের মাধ্যমে পেতে রাখা বোমাগুলোকে নিষ্কিৃয় করতে সক্ষম হয়েছে।
ইরাকের একটি টিভি চ্যানেল স্টাফ কমান্ডান্ট বিগ্রেডিয়ার “আব্দুল ওহাব আস সাআদি” সালাউদ্দিন অপারেশনস কমান্ডার ঘোষণা করেছে যে, ইরাকি নিরাপত্তা বাহিনী বিজি এলাকাটিকে সম্পূর্ণভাবে বোমা মুক্ত করেছে।
ইরাকি সেনাবাহিনীরা গত রবিবারে উক্ত অঞ্চলের বিভিন্ন এলাকাকে জঙ্গিদের হাত থেকে মুক্ত করে এবং ১০ জন জঙ্গিকে তারা হত্যা করে এবং ইরাকের পতাকাকে বিজির জামে মসজিদে উড্ডয়ন করে। জঙ্গি দলের সদস্যরা ১০ই জুন উক্ত এলাকাটিকে নিজের দখলে নিয়েছিল কিন্তু ইরাকি সেনাবাহিনী আসার পরে তারা উক্ত এলাকা থেকে পলায়ণ করে।
নতুন কমেন্ট যুক্ত করুন