ইরাকের বিজিতে ১০ জনের বেশী দায়েশী নিহত এবং ১০০ বোমাকে নিষ্ক্রিয় করা হয়
ইরাকের বিজিতে ১০ জনের বেশী দায়েশী নিহত এবং ১০০ বোমাকে নিষ্ক্রিয় করা হয়
টিভি শিয়া: ইরাকের সৈন্য বাহিনীরা বিজি নামক এলাকার কর্মকর্তার নির্দেশে এক বিমুক্তিকরণ অভিযান চালায়। উক্ত অভিযানে বাগদাদের উত্তরে প্রায় ৩৫জন জঙ্গি নিহত এবং ১০০ টি বোমাকে নিষ্ক্রিয় করা হয়।
উক্ত অভিযানের নির্দেশদাতা সালাহ উদ্দিন বলেনঃ নিরাপত্তা কর্মিরা বিজি এলাকাকে নিরাপত্তা মুক্ত করে সেখানের কেন্দ্রিয় মসজিদে ইরাকের পতাকাকে উডডয়ন করে।
তিনি আরো বলেনঃ নিরাপত্তা কর্মিরা কয়েক কিঃমিঃ এলাকার বাড়ি সমূহকে বীপদ মুক্ত করে। তারা দায়েশি বাহিনীর দখলকৃত অবরোধিত ঘর সমূহকে মুক্ত করে।
বাগদাদের দক্ষিণে বাবেল নামক স্থানের নিরাপত্তাকর্মী বলেনঃ আমাদের নিরাপত্তাকর্মীরা ৫ হাজারেরও বেশি বোমাকে নিষ্ক্রিয় করেছে। যা জোরফুল সাখার নামক এলাকায় রাখা বোমাকে নিষ্ক্রিয় করেছে।
উক্ত এলাকা থেকে দায়েশ দলের পলায়নের সময় তাদের পেতে যাওয়া বোমা সমূহকে ইরাকের বোমা নিষ্ক্রিয় বাহিনীর তা নিষ্ক্রিয় করতে সক্ষম হয় এবং এলাকাটিকে বীপদমুক্ত করে।
নতুন কমেন্ট যুক্ত করুন