আবু বকর বাগদাদীর আহতের খবর শুনে পালালো জঙ্গি দায়েশীরা
আবু বকর বাগদাদীর আহতের খবর শুনে পালালো জঙ্গি দায়েশীরা
টিভি শিয়া: আবু বকর বাগদাদীর আহতের খবর শুনে অধিকাংশ জঙ্গি দায়েশীরা তাদের অবস্থান ছেড়ে পলায়ন করে।
কূর্দীস্তানের নাইনাওয়ার একজন কর্তিপক্ষ বলেছেনঃ আবু বকর বাগদাদীর মৃত্যুর খবর মসুলের দায়েশ বাহিনীর উপরে খুব খারাপ প্রভাব ফেলেছে এবং তাদের মনোবলকে ভেঙ্গে দিয়েছে।
তিনি এক সাক্ষাতকারে বলেনঃ দ্বীতিয় দিনে মসুলের নাগরিকবৃন্দের কর্তৃক দায়েশ দলের একাধিক সদস্যদেরকে আটক করা হয়।
উক্ত কর্তৃপক্ষ বলেন এখনও দায়েশের অনেক সদস্য মসুলে উপস্থিত রয়েছে এবং অনেকে ভয়ে পালিয়ে গেছে।
তিনি আরো বলেনঃ এ মাসে প্রায় ২০০ জনেরও বেশী দায়েশিরা ভয়ে পালিয়ে গেছে এবং পলায়নের সময় প্রায় ৫০জনকে আটক করা হয়।
তিনি আরো উল্লেখ্য করেছেন যে, দায়েশ তাদের এক নেতৃস্থানীয়দের অধিবেশনে বোমা হামলার জন্য এক তূর্কি নেতাকে আমেরিকায় জোটের বিমান থেকে তথ্য দেবার অভিযোগে অভিযুক্ত করে। তারা বিমান বাহিনীর হামলা থেকে পরিত্রাণ পাবার লক্ষ্যে তাদের পতাকাগুলো নামিয়ে নিয়েছে।
নতুন কমেন্ট যুক্ত করুন